HighlightNewsরাজ্য

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরায় উঠে এল পার্থ চট্টোপাধ্যায়ের নাম

টিডিএন বাংলা ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করছে ইডি। সূত্রের খবর, জেরায় উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। ইডি সূত্রে জানা গিয়েছে, আজ নগর দায়রা আদালতে সেই তথ্যই পেশ করতে চলেছে ইডি। ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষে আজ যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষকে নগর দায়রা আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, গত ১৪ দিনে কুন্তলকে জেরা করার পাশাপাশি গোপাল দলপতি ও তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদে যে নতুন তথ্য উঠে এসেছে, তা নিয়ে আদালতে রিপোর্ট পেশ করতে পারে ইডি। ধৃত যুব তৃণমূল নেতা জামিনের আবেদন জানালে, তার বিরোধিতা করে জেলে গিয়ে তাঁকে জেরা করার আবেদন জানাতে পারে ইডি।

Related Articles

Back to top button
error: