নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, কলকাতা:
বিজেপি মরা ধারার রাজনীতি করছে, এদিন এমনই উক্তি করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন বিজেপি যে রাজনীতি করে সেখানে ধর্মীয় উস্কানিমূলক কাজকর্ম থাকে। কিন্তু বাংলার সংস্কৃতি কৃষ্টি অন্য কথা বলে ।সেখানে নারীকে মাতৃরূপে দেখা হয়। বিজেপি কর্মী সমর্থক মারা গেলে তারা বলে শহীদ হয়েছে। কিন্তু শহীদ কাকে বলে যে দেশের জন্য আদর্শগতভাবে প্রাণ দিয়েছে তাদের কে শহীদ বলা বলা যায়। কিন্তু বিজেপিতে সমস্ত কর্মী সমর্থকরা মারা যাচ্ছেন তাদেরকে শহীদ বলা যায়না। দীলিপবাবু সেটা বোঝা উচিৎ বলে জানালেন ফিরহাদ হাকিম। অন্যদিকে তিনি জানিয়েছেন বিজেপিতে যারা মারা গেছেন তাদের যদি লিস্ট বার করা হয় তাহলে তিনি জানিয়ে দেবেন তারা কিভাবে মারা গিয়েছেন। সেই শ্বেতপত্র একবার বার করুক বিজেপি এমনও চ্যালেঞ্জ জানালেন এদিন ফিরহাদ হাকিম।