পাটনা-দিল্লি ইন্ডিগো ফ্লাইটে বোমার গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ১

টিডিএন বাংলা ডেস্ক: পাটনা থেকে দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইট 6E2126-এ বোমার গুজব ছড়ানোয় এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রীর নাম ঋষি চাঁদ সিং। তাঁর ব্যাগে বোমা ছিল বলে দাবি করেন ওই যাত্রী। এর পরে, নিরাপত্তা কর্মীরা এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড ফ্লাইটটি বাতিল করে এবং পুরো বিমানটিতে তল্লাশি চালায়। তবে, বোমাটি উদ্ধার করা যায়নি। আজ সকালে ফ্লাইটটি পাঠানো হয়েছে।