যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গুলিবিদ্ধ হয়ে মৃত ১

টিডিএন বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সকালে রেন্টন সিটির সিয়াটল শহরতলিতে গুলি চালানো হয়। পুলিশ অফিসার স্যান্ড্রা হ্যাভলিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সামান্য বিরোধের জেরে গুলি চালানো হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, বন্দুক সহিংসতা সংরক্ষণাগার অনুসারে, এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ৩০২টি ঘটনা ঘটেছে যেখানে প্রকাশ্যে গুলি চালিয়েছে সাধারণ মানুষ।