HighlightNewsরাজ্য

বাঁকুড়ায় হাতির হামলায় নিহত ১, দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ বাসীন্দাদের

টিডিএন বাংলা ডেস্ক : এক বন্য হাতির হামলায় নিহত হলেন বাঁকুড়ার বেলিয়াতোড় থানা ফুলবাড়ি এলাকার এক বাসিন্দা। জানা গিয়েছে নিহত ওই ব্যক্তি শুক্রবার ভোরের দিকে গ্রামের কাছাকাছি একটি পুকুরে গিয়ে ছিলেন। সেখানেই আচমকাই ওই বন্য হাতির হামলার শিকার হন। সেখান থেকে প্রাণপনে পালিয়ে বাঁচার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। গ্রাম সংলগ্ন জমিতে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন তিনি। এই ঘটনায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে তারাতারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে ফুলবাড়ি এলাকার নিহত ওই বাসিন্দার নাম রবি রায়।

বাঁকুড়ায় বর্তমানে উত্তর বনবিভাগে ৬২ টি দাঁতাল হাতি রয়েছে। হাতির আক্রমণে প্রতিনিয়ত মৃত্যুর মুখে পতিত হচ্ছেন এলাকাবাসী। যার ফলে তাদের মধ্যে বাড়ছে ক্ষোভ। এই হাতি গুলি যাতে লোকালয়ে এসে না পৌঁছায় সেই দিকে নজর রাখার এবং এলাকা থেকে হাতি তাড়ানোর জন্য আবেদন করেছেন তারা। অন্যদিকে ওই মৃতব্যক্তির পরিবার সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানায়। সরকারি নিয়ম অনুযায়ী ওই বনদপ্তর এর তরফ থেকে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
error: