টিডিএন বাংলা ডেস্ক: কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের একজন কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, বৃহত্তর কলকাতায় চলতি অর্থবছরের শেষ নাগাদ আরও ১০টি সিএনজি স্টেশন চালু হবে। ফলে সমগ্র রাজ্যজুড়ে এই ধরনের নতুন ৩২টি স্টেশনের সুবিধা পাওয়া যাবে। ২০২৩ সালের মার্চের শেষের দিকে রাজ্যের এই অতিরিক্ত স্টেশনগুলি কাজ শুরু করবে।
বেঙ্গল গ্যাস-এর অপারেশনস অ্যান্ড মার্কেটিং প্রধান পি.কে. বিশ্বাস বলেছেন, বর্তমানে তাঁর কমান্ড এলাকায় সাতটি সিএনজি আউটলেট রয়েছে, যার মধ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা, উত্তর ও দক্ষিণ ২৪-পরগনা এবং হুগলি জেলা অন্তর্ভুক্ত রয়েছে।
কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকায় গ্যাস বিতরণের জন্য গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন এবং গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড-এর একটি যৌথ উদ্যোগ হল বেঙ্গল গ্যাস। পি.কে. বিশ্বাস জানান, কোম্পানিটি এখন ট্যাঙ্কারের মাধ্যমে গ্যাস এনে কলকাতায় সিএনজি সরবরাহ করছে। তবে আউটলেট সম্প্রসারণের সুবিধার্থে পাইপলাইনে গ্যাস আনা উচিত বলে মনে করেন তিনি।