টিকাকরণে ১০০ কোটির মাইলফলক, ফাঁকা আওয়াজ? দাবি ঘিরে প্রশ্নের জট

টিকা নেওয়ার প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : করোনার টিকাকরণে দেশ ১০০ কোটির মাইলফলক পেরোতেই উৎসবের আবহ দেশজুড়ে। লালকেল্লায় টাঙানো হয়েছে ১,৪০০ কেজির ত্রিবর্ণ পতাকা। সেই সঙ্গে দেশের ঐতিহ্যশালী ১০০টি সৌধকে ত্রিরঙ্গা আলোতে সাজিয়ে তুলতে চায় সরকার। এদিকে সরকারের যখন এই উদ্যোগ, তখন সরকারের দাবি নিয়ে প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহলে।

অনেকেই প্রশ্ন করেছেন, যে টিকাকরণের সাফল্য নিয়ে এত উচ্ছ্বাস অভিনন্দন, সেপ্টেম্বর থেকেই তা নিয়মিতভাবে কমছে। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ৭১ তম জন্মদিনে পূর্বনির্ধারিত আড়াই কোটি লক্ষ্যমাত্রা ছোঁয়ার পর থেকে দেশে দৈনিক টিকাকরণের গড় ৪০ লাখ ( শুধু অক্টোবরে গড়ে ৫০ লাখ)। যা জন্মদিনের আগের হিসেবের চেয়ে ৬০% কম। দ্বিতীয় প্রশ্ন, ১০০ কোটি টিকাকরণ হলেও, ভারতীয় প্রাপ্ত বয়স্কদের (৯৪ কোটি) মধ্যে মাত্র ৩১% এখনও পর্যন্ত দুটি ডোজ টিকা পেয়েছেন। ৪৪.৩% পেয়েছেন একটিমাত্র ডোজ। বাকিরা এখনও একটিও ভ্যাকসিনের ডোজ পাননি। যে সংখ্যাটা হলো ২৩.২১%।
তৃতীয় প্রশ্ন, সব সাফল্যের মাঝে মোদি সরকারের গলার কাঁটা হয়ে রয়েছে অনূর্ধ্ব ১৮দের ভ্যাকসিন না দেওয়ার বিষয়টি। চলতি বছরের মধ্যে আদৌও দেশের বিপুল সংখ্যক অপ্রাপ্তবয়স্কদের টিকা দেওয়ার কাজ শুরু করা যাবে কীনা, তা নিয়ে সন্দেহ রয়েছে স্বাস্থ্য মন্ত্রকের।