HighlightNewsদেশ

পদ্মশ্রী পুরস্কার পেলেন পান্ডবণী গায়িকা ঊষা সহ ১০৬ জন, রাষ্ট্রপতির কাঁধে হাত রেখে ছবি তুললেন হীরাবাই

টিডিএন বাংলা ডেস্ক: পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন পান্ডবণী গায়িকা ঊষা, সিদ্দী সম্প্রদায়ের উন্নতির জন্য গুজরাটের বাসিন্দা হীরাবাই বেন ইব্রামভাই লবি সহ ১০৬জন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে ১০৬জনকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেছেন। রাষ্ট্রপতি স্থপতি বালকৃষ্ণ দোশীকে প্রথম সম্মাননা দেন। বাবাকে দেওয়া পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন তাঁর মেয়ে। এর পরে, ব্যবসায়ী কুমার মঙ্গলম বিড়লা বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে অবদানের জন্য ২২মার্চ পদ্মভূষণে ভূষিত হন। কুমার মঙ্গলম বিড়লা পরিবারের চতুর্থ ব্যক্তি যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। এর আগে, তাঁর মা রাজশ্রী বিড়লা পদ্মভূষণ, দাদা বসন্ত কুমার বিড়লা পদ্মভূষণ এবং তাঁর প্রপিতামহ ঘনশ্যাম দাস বিড়লা পদ্মবিভূষণে ভূষিত হয়েছিলেন।

এদিন, পান্ডবণী গায়িকা ঊষা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। পান্ডবণী গায়িকা ঊষা ছত্তিশগড়ের লোকশিল্পী। সম্মান গ্রহণের আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতজানু হয়ে প্রণাম করেন। এরপর, রাষ্ট্রপতির পা ছুঁয়ে সম্মাননা গ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, লোকসভার স্পিকার ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র সিং যাদব সহ বহু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রকৌশলে অসামান্য অবদানের জন্য ডঃ অরবিন্দ কুমারকে সম্মানিত করা হয়। সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য ডঃ প্রভাকর ভানুদাস মান্ডে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।

Related Articles

Back to top button
error: