দেশ
১১ দফা বৈঠকেও মিললো না সমাধান, প্রজাতন্ত্র দিবসে দিল্লীতে ট্রাক্টর মিছিলে অনড় কৃষক সমাজ
টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সাথে ১১ দফা বৈঠকেও মিললো না সমাধান। আগামী দেড় বছর তিন কৃষি আইন লাগু করা হবে না বলে কেন্দ্র যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাব খারিজ করে দিলেন কৃষকরা। আইন বাতিলের দাবিতে কার্যত অনড় কৃষক সমাজ। বৈঠক ব্যর্থ হওয়ায় কৃষি আইন বাতিলের দাবিতে প্রজাতন্ত্র দিবসের দিনে রাজধানীতে ট্রাক্টক মিছিল করার কথা ফের একবার জানিয়ে দিলেন কৃষকরা।