খেলা

ISL ও আই লিগ থেকে অংশগ্রহণ করবে ১২ টি, সেপ্টেম্বরে কলকাতায় অনুষ্ঠিত হবে ডুরান্ড কাপ

টিডিএন বাংলা ডেস্ক : চলতি বছরে ডুরান্ড কাপের আসর খুব সম্ভবত কলকাতায় বসতে চলেছে। তাই আইএফএ এখন চূড়ান্ত ব্যস্ত ডুরান্ড আয়োজনের জন্য। এবারের ডুরান্ডে কিন্তু যেমন তেমন দল অংশ নেবে না। আইএসএলের ছ’টি দল এবং আই লিগের ছ’টি দল অংশ নেওয়ার কথা ঐতিহ্যশালী টুর্নামেন্ট ডুরান্ডে। স্বভাবতই ডুরান্ড কাপ আয়োজন নিয়ে আইএফএ বাড়তি উদ্যোগী।

ডুরান্ড এর মাঝে আবার কলকাতা লিগের ম্যাচ শুরু হয়ে যাচ্ছে অগস্টেই। তার মাঝেই চলছে ডুরান্ড নিয়ে কথা বার্তা। সূত্রের খবর অনুযায়ী, মোট ১৬টি দল ডুরান্ডে অংশ নিতে চলেছে। আইএসএল এবং আই লিগ থেকে ছ’টি করে মোট ১২টি দল অংশ নেবে। আর বাকি চারটি দল ভারতীয় সেনাবাহিনী থেকে অংশ নেবে এই ঐতিহ্যশালী টুর্নামেন্টে।

অতীতে ডুরান্ড কাপ নিয়ে একটা সময়ে ভারতীয় ফুটবলে টানটান উত্তেজনা ছিল। সকলে এই টুর্নামেন্টের জন্য অপেক্ষায় থাকত। কিন্তু ধীরে ধীরে কালের পরিক্রমায় ডুরান্ড কাপ সেই গরিমা হারিয়ে ফেলে। ডুরান্ডের সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এ বার বড়ো করে ডুরান্ড কাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে হয়তো চলতি বছরের সেপ্টেম্বর মাসেই হয়তো ফুটবল মক্কায় ডুরান্ড কাপের আসর বসতে পারে।

প্রসঙ্গত, ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) তালিকার প্রথম চারটি দল অর্থাত্‍ মুম্বই সিটি এফসি, এটিকে মোহনবাগান, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এফসি গোয়াকে ডুরান্ডে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হতে চলেছে। সেই সঙ্গে কলকাতার এসসি ইস্টবেঙ্গল এবং মহমেডানকেও আমন্ত্রণ জানানো হচ্ছে বলে সূত্রের খবর।

Related Articles

Back to top button
error: