HighlightNewsদেশ

পিএম কৃষক সম্মান নিধি প্রকল্পের ১৩৬৪ কোটি টাকা পাঠানো হয়েছে ভুল লোকেদের; আরটিআই রিপোর্টে প্রকাশ

টিডিএন বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা যাদের পাওয়ার কথা ছিল তাদের না পাঠিয়ে পাঠানো হয়েছে ভুল লোকেদের। পিএম কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় ২০.৪৮ লক্ষ্য অযোগ্য সুবিধাভোগীদের একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে ১৩৬৪ কোটি টাকা। তথ্যের অধিকার আইন অর্থাৎ আরটিআইএর মাধ্যমে জানতে চাওয়া একটি সূচনার জবাবে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প আরম্ভ হয় ২০১৯ সালে এবং এই প্রকল্পের মাধ্যমেসেই সমস্ত ছোট কৃষকদের আর্থিক সহায়তা দেয়া হয় যাদের কাছে দুই হেক্টর এর থেকেও কম পরিমাণে জমি রয়েছে। এই সমস্ত কৃষকদের সারা বছর ধরে তিনটি সমান কিস্তিতে ৬ হাজার টাকা দেওয়া হয়।

সম্প্রতি করা একটি আরটিআই আবেদনের জবাবে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক জানিয়েছে যে দু’ধরনের অযোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করা হয়েছে, প্রথম সেই সমস্ত কৃষকরা যারা যোগ্যতা পূরণ করেন না এবং দ্বিতীয় সেই সমস্ত কৃষকরা যারা আয়কর দিয়েছেন।

Related Articles

Back to top button
error: