উত্তরপ্রদেশে পথদুর্ঘটনার বলি ১৪, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের

দুর্ঘটনা
প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক : সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের বারাবাঁকিতে। মৃত্যু হয়েছে ১৪ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কীভাবে ঘটল এই দুর্ঘটনাটি? সংবাদমাধ্যম সূত্রে খবর, ভোর ৫টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। দোতলা বাসটি দিল্লি থেকে বাহরাইচ যাচ্ছিল। বাসটির সঙ্গে একটি বালিভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একে একে ৯ জনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। লখনউয়ের কেজিএমইউ ট্রমা সেন্টারে ভরতি করা হয় তাঁদের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান জেলা পুলিশের। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক।দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবে এখনই বলতে পারছে না পুলিশ। তবে তাদের প্রাথমিক অনুমান, নির্দিষ্ট রাস্তার উলটো দিক দিয়ে আসছিল বালি বোঝাই ট্রাকটি। সেই সময় সামনে একটি গরু চলে আসে। গরুটিকে বাঁচাতে গিয়েই বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ট্রাকটির। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং জখমদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। উল্লেখ্য, জুলাই মাসেও একই রকম মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বারাবাঁকিতে। পরিযায়ী শ্রমিকরা বাসে যাচ্ছিল। মাঝ রাস্তায় বাসটি খারাপ হয়ে যায়। সেই সময় বাস থেকে নেমে রাস্তায় ঘুমোচ্ছিলেন তারা। মাঝ রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বাসটিকে পিছন থেকে ধাক্কা দেয়। যার জেরে শুয়ে থাকা শ্রমিকদের কার্যত পিষে দেয় গাড়িটি। ওই দুর্ঘটনায় ১৮ জন শ্রমিক প্রাণ হারান।