HighlightNewsরাজ্য

অবস্থান বিক্ষোভের ১৫ দিন, হয়নি সুরাহা- দাবি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের

নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলাঃ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য গত ১৫ দিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন। ছাত্র ছাত্রীদের দাবি এখনও পর্যন্ত তাদের দাবির কোনো সুরাহা করা হয়নি। এই ছুটির মরশুমে যখন সকলে আনন্দে বাড়িতে কাটাচ্ছে তখন ছাত্রছাত্রীদের দাবি নিয়ে ছাত্রছাত্রীদের কে ক্যাম্পাসে ফেলে রাখা কতটা নৈতিক? এই নিয়ে চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে অবস্থান কারীরা। ইতিমধ্যেই অবস্থান বিক্ষোভ থেকে ৪ জন আন্দোলনকারি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের প্রতি সহমর্মিতার বার্তাও দেননি সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক। সংখ্যালঘু মন্ত্রী গোলাম রাব্বানী আইপিএল এর মত বিনোদন নিয়ে গণমাধ্যমে শুভেচ্ছার বার্তা জানাচ্ছেন। অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলনের ফলে অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু তিনি খোঁজ টুকুও নেওয়ার প্রয়োজন মনে করেননি। এমনকি দপ্তরের কোনো আধিকারিকও তাদের খোঁজ নেয়নি বলে অভিযোগ। এতে ছাত্রছাত্রীরা মন্ত্রী সাহেবের নিজস্ব প্রোফাইলের একটি পোস্টে কমেন্ট করে ক্ষোভ উগড়ে দিয়েছেন। উল্লেখ্য যে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যে সমস্ত দাবিতে অবস্থান বিক্ষোভ করছেন, সেগুলি হল- বিশ্ববিদ্যালয় প্রাপ্য অর্থ সঠিক সময়ে সম্পূর্ণ রূপে প্রদান করতে হবে, বিশ্ববিদ্যালয়ের জমি অন্য কোনো প্রতিষ্ঠান কে দেওয়া যাবেনা, উপরন্তু ওই জমির উপরে প্রস্তাবিত চিঠি অনুযায়ী হোস্টেল করতে হবে। সমগ্র ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল করতে হবে। বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে NAAC ভিজিট করাতে হবে। বিশ্ববিদ্যালয় এর WBCS কোচিং পুনরায় চালু করতে হবে। ছাত্রছাত্রীদের স্কলারশিপের স্থায়ী সমাধান করতে হবে।

 

Related Articles

Back to top button
error: