টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একের পর এক বিস্ফোরণে অসংখ্য মানুষ হতাহত হওয়ার পরেও থামছে না বিস্ফোরণ। আবারও বাজি কারখানায় ঘটল ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে হতাহত হয়েছেন প্রায় ১৫ জন। এরমধ্যে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে ৭ জনের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় চরম আতঙ্কের মধ্যে আছেন ওই এলাকার মানুষ। আজ রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদা উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরের মোচপোল এলাকার একটি বাজি কারখানায় হঠাৎ ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে আশেপাশের এলাকাও। বিস্ফোরণের শব্দে প্রথমে ভীত হয়ে পড়েন এলাকার মানুষ। তারপর ছুঁটে এসে দেখেন বিস্ফোরণে বিধ্বস্ত বাজি কারখানা।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সহযোগিতায় এলাকায় দীর্ঘ দিন ধরেই রমরমিয়ে বাজির কারবার চালানো হচ্ছিল। একাধিক বার অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এলাকাবাসীর দাবি, কেরামত কারখানার মালিক। পুলিশ সূত্রে খবর, তাঁর ছেলে রবিউল আলির মৃত্যু হয়েছে বিস্ফোরণের ঘটনায়। মৃতদের তালিকায় রয়েছেন— সামসুল আলি, জাহিদ আলি নামে মুর্শিদাবাদের এক ব্যক্তির ও তাঁর ছেলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামসুলের জমিতে কারখানা গড়ে তোলা হয়েছিল। কেরামতই সেই কারখানা চালাতেন। রবিউল ওই কারখানায় কাজ করতেন।