টিডিএন বাংলা ডেস্ক : ইংরেজি বর্ষবরণের রাতে হইহুল্লোড় করার জন্য ৩১ ডিসেম্বরের রাতে শহরে শৃঙ্খলাভঙ্গের দায়ে গ্রেপ্তার হয়েছে ১৫৭০। বছর বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তকে সম্পূর্ণরূপে উপভোগ করতে চায় শহরবাসী। সেজন্যই কলকাতার জনবহুল জায়গাগুলিতে জমায়েত করেন কিছু মানুষজন আর এতেই হয় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি। এজন্যই আর প্রতি বছর কলকাতা পুলিশের চ্যালেঞ্জ থাকে এই ভিড় সামলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলে রাখা।২০২৩ এর ৩১ ডিসেম্বরের রাতে শহরে শৃঙ্খলাভঙ্গের দায়ে গ্রেপ্তার হয়েছে ১৫৭০ জন।
লালবাজার সূত্রে খবর, হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছে ৫৫৭ জন, হেলমেট ছাড়া বাইকে সওয়ার হয়ে ধৃত ২১৬। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ২৮৭ জন গ্রেপ্তার হয়েছেন। বেপরোয়া গাড়ি চালানোয় ৩১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরও ছোটখাটো শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মোট ১৫৭০ জন পুলিশ হেফাজতে। এতগুলি মামলাও দায়ের হয়েছে। আইন মোতাবেক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে বলে খবর পুলিশ সূত্রে। তবে রাতের কলকাতার দুই জায়গায় দুর্ঘটনা ঘটেছে। তাতে কারও প্রাণহানি ঘটেনি, অল্পবিস্তর আহত হওয়ার খবর মিলেছে।