টিডিএন বাংলা ডেস্ক: মুর্শিদাবাদের লালবাগ শহরে হঠাৎ ক্লোরিন গ্যাস লিকেজের ঘটনা ঘটল লালবাগ রেজিস্ট্রি মোড় সংলগ্ন PHE পাম্প স্টেশনে। সোমবার এই ঘটনার জেরে এখনও আতঙ্কের মধ্যে আছেন এলাকাবাসী। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ ও দমকলের কর্মীরা। গ্যাস লিকেজের কারণে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। ঘটনাস্থল থেকে অসুস্থদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও পর্যন্ত মোট ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে লালবাগের এই PHE পাম্প স্টেশন খারাপ অবস্থায় পড়ে ছিল। সোমবার সেই PHE পাম্প স্টেশন ভাঙার কাজ চলছিল। তখনই PHE গ্যাসের পাইপ লিক হয়ে যায়।