টিডিএন বাংলা ডেস্ক: বিজেপিতে যোগ দেবেন ১৬ জন তৃণমূল সাংসদ! এমনটাই দাবি করলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মন্ডল। তিনি বলেন, ‘আরও অনেকেই লাইনে আছে বিজেপিতে আসার জন্য। অন্তত ১৬-১৭ জন সাংসদ তৃণমূল থেকে বিজেপিতে আসবেনই।’ এদিকে সুনীলের দাবিকে তীব্র ভাষায় কটাক্ষ করে তৃণমূল।