তৃণমূলের মহাসমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, আহত ১৭

দুর্ঘটনা
প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচ ফ্লাইওভারে ভারসাম্য হারিয়ে একটি ট্রাক উল্টে গেলে ১৭ জন আহত হন। আহতরা সবাই দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ও সন্তোষপুর এলাকার বাসিন্দা। এরা সকলেই ২১শে জুলাই তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ থেকে ফিরছিলেন।

পুলিশ জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে গার্ডেন রিচ ফ্লাইওভারে রাস্তাটি পিচ্ছিল হয়ে গিয়েছিল। দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটির গতিও যথেষ্ট বেশি ছিল। মনে করা হচ্ছে, এর কারণেই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। আহতদের দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদের মধ্যে পাঁচজনের একাধিক গভীর আঘাতের কারণে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। অবশ্য, দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক।