টিডিএন বাংলা ডেস্ক : এক দুই বছর নয়। ১৮ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানলেন দক্ষিণী সুপারস্টার ধনুশ। এই ঘোষণায় রীতিমতো হইচই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে।
নাগা চৈতন্য ও সামান্থার ডিভোর্সের খবর কিছুদিন আগেই সামনে এসেছিল। নতুন বছরে ফের বিচ্ছেদের ঘটনা। রজনীকান্তের প্রাক্তন জামাই এদিন টুইটারে বিবৃতি দিয়ে বিচ্ছেদের কথা জানান। অভিনেতা লেখেন, ‘১৮ বছর ধরে বন্ধু, প্রেমিক-প্রেমিকা, সন্তানের অভিভাবক এবং একে অন্যের শুভচিন্তক হিসেবে কাটিয়েছি। এই সফর মানিয়ে নিতে শিখিয়েছে। মেনে নিতে শিখিয়েছে। অনেক কিছু বুঝিয়েছে। পরিণত করেছে। আজ আমরা এমন জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমাদের পথ আলাদা। ঐশ্বর্য আর আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্বতন্ত্রভাবে নিজেদের বোঝার সময় প্রয়োজন। দয়া করে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান দিয়ে নিজেদের মতো থাকার সুযোগ এবং সময় দিন। ওঁ নমঃ শিবায়।’
তাদের দুই সন্তান রয়েছে। দুই ছেলেকেই তারা যৌথভাবে দেখাশোনা করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য। কী কারণে তাদের ডিভোর্স, তা নিয়ে কোনও পক্ষই মুখ খোলেননি।