গুজরাটে বিষ মদের কারণে মৃত ১৮, আশঙ্কাজনক ৪৫

ছবি সংগৃহীত, প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: গুজরাটের বোটাদ জেলায় বিষ মদ খেয়ে এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৪৫ জন। সোমবার, বিশমদের কারণে ১০ জন মারা যান। এরপরে গভীর রাতে মদ তৈরির প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ।

সূত্রের খবর, প্রধান অভিযুক্ত জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মদের কারখানায় মিথানল সরবরাহ করা হচ্ছিল। এই রাসায়নিক সরাসরি আমেদাবাদ থেকে সরবরাহ করা হয়েছিল। এই ঘটনা প্রসঙ্গে জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী ভিনু মোর্দিয়া বলেন, দোষী আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।