HighlightNewsদেশ

গুজরাটের ভাদোদরায় সড়ক দুর্ঘটনা থেকে সাম্প্রদায়িক সংঘর্ষ, গ্রেফতার ১৯

টিডিএন বাংলা ডেস্ক: গুজরাটের ভাদোদরা শহরে একটি ছোট সড়ক দুর্ঘটনা থেকে শুরু হয়ে যায় সাম্প্রদায়িক সংঘর্ষ। পুলিশ জানিয়েছে, দুই সম্প্রদায়ের বিক্ষুব্ধরা একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়াছুড়ি শুরু করে। একটি মন্দির এবং বেশ কয়েকটি যানবাহন ধ্বংস করে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, রবিবার গভীর রাতে ঘটে যাওয়া ঘটনার পর দাঙ্গার দায়ে পুলিশ এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে এবং দুই চাকার গাড়ির সাথে জড়িত সড়ক দুর্ঘটনার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার চিরাগ কোরাদিয়া।
কারেলিবাগ থানার এক আধিকারিক জানিয়েছেন শহরের রাওপুরা এলাকায় দুটি সম্প্রদায়ের লোকেদের দু’চাকার গাড়ির সংঘর্ষে একটি সড়ক দুর্ঘটনার পর তুমুল বাদানুবাদ শুরু হয়। বিষয়টি আরো বেড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই রাওপুরা এলাকার পার্শ্ববর্তী কারেলিবাগ এলাকায় দুই সম্প্রদায়ের লোকজন জড়ো হয়ে একে অপরকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারতে থাকেন। বিক্ষুব্ধরা রাস্তার পাশে একটি মন্দিরের মূর্তি, দুটি অটোরিকশা এবং বহু চাকার একটি গাড়িও ভাঙচুর করে। অতিরিক্ত পুলিশ কমিশনার চিরাগ কোরাদিয়া জানিয়েছেন, দুর্ঘটনা এবং দাঙ্গার জন্য যথাক্রমে রাওপুরা এবং কারেলিবাগ থানায় দুটি পৃথক এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং এখনও পর্যন্ত এই ঘটনায় মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান স্টেট রিজার্ভ পুলিশ কর্মীদের দুটি দলকে ওই স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে এবং সমস্ত থানার তরফ থেকে টহলদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Related Articles

Back to top button
error: