“এখনের একটি সিলিন্ডারের দামে তখন দুটি সিলেন্ডার পাওয়া যেত”এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধির পরিসংখ্যান তুলে মোদিকে কটাক্ষ রাহুলের

টিডিএন বাংলা ডেস্ক: লাগাতার বেড়ে চলা এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুল গান্ধী এদিন বলেন, একমাত্র তাঁর দলই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের কল্যাণের কথা ভেবে সরকার চালিয়েছে। প্রসঙ্গত, মার্চ মাসের পর শনিবার থেকে ফের দাম বেড়েছে রান্নার গ্যাসের। শনিবার সিলিন্ডার প্রতি এলপিজি রান্নার গ্যাসের দাম বেড়েছে ৫০ টাকা। যার ফলে প্রতি ১৪.২ কেজি ভর্তুকিবিহীন এলপিজি সিলিন্ডারের দাম এখন দিল্লিতে ৯৯৯.৫০টাকা। যা আগে ছিল ৯৪৯.৫০টাকা। রান্নার গ্যাসের এই হারে মূল্যবৃদ্ধির পর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেছেন, মোদী জমানায় শূন্য হয়েছে রান্নার গ্যাসের ভর্তুকি। এখন যে দামের রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে হচ্ছে কংগ্রেস জমানা হলে এই দামে জোড়া সিলিন্ডার হয়ে যেত।
রবিবার নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইট করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ২০১৪ সাল থেকে ২০২২ সালে রান্নার গ্যাসের দাম কতটা বেড়েছে সেই পরিসংখ্যান তুলে ধরে লিখেছেন, ২০১৪ সালে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন একটি সিলিন্ডার গ্যাসের দাম ছিল ৪১০টাকা। সরকার ভর্তুকি দিত ৮২৭টাকা। মোদি জমানায় সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৯৯টাকা। আর সরকারের ভর্তুকি শূন্য। আজকের একটি সিলিন্ডারের দামে তখন দুটি সিলিন্ডার হয়ে যেত। রাহুল আরো লিখেছেন,”শুধু কংগ্রেসই দেশের গরীব এবং মধ্যবিত্তের কথা ভেবে সরকার চালায়। এটাই আমাদের অর্থনৈতিক নীতির মূল ভিত্তি।”

শনিবার রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির পর রাহুল গান্ধী আরো বলেন, লক্ষ লক্ষ ভারতীয় পরিবার ‘চরম মুদ্রাস্ফীতি’, বেকারত্ব এবং ‘অযোগ্য’ শাসনের বিরুদ্ধে একটি কঠিন যুদ্ধ চালাচ্ছে। ফেসবুকে এই বিষয় নিয়ে সরব হয়ে রাহুল গান্ধী অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি তোলেন। শুধু তাই নয়, এই সবকিছুর জন্যই রাহুল বিজেপির দিকে আঙুল তুলেছেন। রান্নার গ্যাসে সাধারণ মানুষ যে ভর্তুকি পেতেন তা কমতে কমতে শূন্যে এসে দাঁড়িয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।