টিডিএন বাংলা ডেস্ক: কেন্দ্রীয় হারে এই রাজ্যেও ডিএ’র দাবিতে সপ্তাহের প্রথম দিন সোমবার ও মঙ্গলবার এই ২ দিনের কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মচারীদের একাংশ। রাজ্য জুড়ে বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন আন্দোলন চলছে। কিন্তু এবারে সরকারি কর্মচারীরাই পথে নামায় বেশ চাপে পড়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, মূলত শহিদ মিনারের পাদদেশে আন্দোলনরত সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের ডাকেই এই কর্মবিরতির শুরু হয়েছে। এদিকে যে কোনো মূল্যে এই কর্মবিরতি আন্দোলন প্রতিহত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে নবান্ন। রাজ্যের সমস্ত সরকারি অফিসকাছারি চালু রাখাই তাদের কাছে আজকের বড়ো চ্যালেঞ্জ