HighlightNewsআন্তর্জাতিকখেলা
কাতার বিশ্বকাপে মুখোমুখি ২ বন্ধু, কে জিতবে ফ্রান্স না মরক্কো, উত্তেজনা চরমে
টিডিএন বাংলা ডেস্ক: চলতি কাতার ফুটবল বিশ্বকাপে সম্মুখ সমরে নামতে চলেছেন দুই অভিন্নহৃদয় বন্ধু আশরাফ হাকিমি ও কিলিয়ান এমবাপে। আজ রাতে বিশ্বকাপ সেমিফাইনালে মরক্কো ও ফ্রান্সের ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা ও উত্তেজনা চরমে পৌঁছেছে। আর এই ম্যাচেই একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যাবে মরক্কোর আশরাফ হাকিমি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপেকে। তারা আবার উভয়েই প্যারিস সেইন্ট জার্মেইনে খেলার সুবাদে একে অপরের অভিন্নহৃদয় বন্ধু। বিশ্বকাপের সেমিফাইনালে ২ বন্ধুর এই লড়াই দেখতে মুখিয়ে আছেন ফুটবল প্রেমীরা। শেষ হাঁসি কার মুখে দেখা যাবে সেই প্রশ্নেই চরম উন্মাদনা দেখা যাচ্ছে উভয় দলের দর্শকদের মধ্যে।