HighlightNewsআন্তর্জাতিক
অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪, গুরুতর আহত ৩
টিডিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে সোমবার মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৩ জন। জরুরি পরিসেবার ঘটনাস্থলেই ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটে একটি মেরিন থিম পার্কের কাছে। হেলিকপ্টারটি ভেঙে পড়ার সময় পার্কে প্রচুর লোক ছিল। এবিসি নিউজের মতে, একটি হেলিকপ্টারে থিম পার্কের লোগো লাগানো ছিল।