রাজ্য
বাংলাদেশে ২০ লাখ করোনা টিকার ডোজ, ভারতকে ধন্যবাদ শেখ হাসিনার
টিডিএন বাংলা ডেস্ক: ইতিমধ্যেই বাংলাদেশে ২০ লক্ষ করোনা টিকার ডোজ পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার ভারতের উপহার হিসেবে পাঠানো করোনা টিকা বাংলাদেশের হাতে তুলে দেন ঢাকায় ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী। আর সেই ডোজ পেয়ে ভারতকে ধন্যবাদ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভার্চুয়াল সম্মেলনে শেখ হাসিনা বলেন, উপহার হিসেবে এই ভ্যাকসিন দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে কীভাবে এই ভ্যাকসিন সাধারণ মানুষকে দেওয়া হবে।