টিডিএন বাংলা ডেস্ক : কলকাতা পৌরসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হল গতকাল। প্রত্যাশার থেকেও অনেক বেশি ব্যবধানে বিজয়ী হয়েছে তৃণমূল। এই ভোটযুদ্ধে অন্যদের সঙ্গে মুসলিম প্রার্থিরাও লড়াই করেছেন এবং বিজয়ীও হয়েছেন অনেকেই। দেখা যাচ্ছে এই নির্বাচনে ২০ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন।
অন্যদিকে বিজেপির আসন সংখ্যা বেশি হলেও ভোটের শতাংশের দিক থেকে তাদের থেকেও এগিয়ে আছে বামেরা। নির্দল ও কংগ্রেস থেকেও তিনজন এবার সংখ্যালঘু প্রার্থী জিতেছেন।
কলকাতা পৌরসভা নির্বাচনে বিজয়ী ২০ জন মুসলিম প্রার্থীরা হলেন- আনোয়ার খান, ইকবাল আহমেদ, মুহাম্মদ জসিমউদ্দিন, শামসুজ্জামান আনসারি, ওয়াসিম মোল্লা আনসারি (কংগ্রেস), আয়েশা কানিজ (নির্দল), রেহানা খাতুন, আমিরুদ্দিন ববি, কাইজার জামিল, মানজার ইকবাল, রুবিনা নাজ (নির্দল), সেখ মুস্তাক আহমেদ, সানা আহমেদ, শাম্মি জাহান, ফাইজ আহমেদ খান, নিজামুদ্দিন শামস, শামিমা রেহান খান, ফিরহাদ হাকিম, শামস ইকবাল ও আবু মুহাম্মদ তারিক।