দেশ

২০ সালে ২৪ শতাংশ বেড়েছে আত্মহত্যা

টিডিএন বাংলা ডেস্ক : ২০২০ সালে দেশে আত্মহত্যার সংখ্যা বেড়ে প্রায় ২৪ শতাংশ। এর প্রধান কারণ বেকারত্ব। কেন্দ্রের তরফে রাজ্যসভায় এমনই তথ্য জানানো হলো।

২০২১ সালের অক্টোবরে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো একটি তথ্য দেয়। তা উদ্ধৃত করে সরকার জানিয়েছে, মহামারির ফলে লকডাউন শুরু হয়। সেই সঙ্কটের মধ্যে পড়ে বহু মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েন। এই বেকারত্বের জেরে বেড়েছে আত্মহত্যার ঘটনাও। পাশাপাশি দেউলিয়া বা ঋণগ্রস্ত হওয়ার কারণেও বেড়েছে আত্মহত্যার হার। এমনই জানানো হয় রাজ্যসভায়।

বিষম্বর প্রসাদ নিষাদ, সুখরাম সিং যাদব ও ছায়া ভার্মা দেশে মোট আত্মহত্যা সংক্রান্ত তথ্য জানতে চান সরকারের কাছে। জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, বেকারত্ব ও দেউলিয়া বা ঋণগ্রস্ত হওয়ার কারণেই গত তিন বছরে (২০১৮, ২০১৯, ২০২০ সালের পূর্ণাঙ্গ তথ্য অনুযায়ী) ২৫,২৩১ জন আত্মহত্যা করেছেন। এই সমস্যা মেটাতে সরকার পদক্ষেপ করছে। তিনি সরকারের বেশ কিছু পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। এসব মানসিক ভাবে দুর্বল ব্যক্তিদের সাহায্যার্থে প্রয়োগ করা হচ্ছে।

Related Articles

Back to top button
error: