HighlightNewsদেশ

ছত্রিশগড়ে মাওবাদী হামলায় নিখোঁজ ২১ জওয়ান, সন্ধানে নামলো ৬০০ জওয়ানের ব্যাটেলিয়ান

টিডিএন বাংলা ডেস্ক: ছত্রিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন ২১ জোয়ান জওয়ান। এখনো পর্যন্ত এই হামলায় শহীদ হয়েছেন ৫ জওয়ান। আহত হয়েছেন ৩২ জন। ছত্রিশগড় পুলিশের পক্ষ থেকে ন’জন নকশালিকে খতম করার দাবি করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের মতে, সুরক্ষা বাহিনী ঘটনাস্থল থেকে এক মহিলা নকশালীর মরদেহ উদ্ধার করেছে। অন্যদিকে, নিখোঁজ জওয়ানদের সন্ধানে ইতিমধ্যেই বিজাপুরের নকশালী এলাকায় ৬০০ জওয়ানের একটি ব্যাটেলিয়ান রওনা হয়েছে।

Related Articles

Back to top button
error: