HighlightNewsরাজ্য

মিজোরামে সেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মালদা জেলার ২৩ জন শ্রমিকের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: মিজোরামে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় প্রাণ হারালেন মালদা জেলার ২৩ জন শ্রমিক।। মাত্র কয়েক মাস আগেই মিজোরামে কাজে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর ঘটনায় মালদা জেলা জুড়ে কার্যত শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, অন্যান্য দিনের মতো বুধবার সকাল ১০টা নাগাদ মিজোরামের রেলসেতু তৈরির কাজ চলাকালীন আচমকা নির্মীয়মাণ অংশটি ভেঙে পড়ে। সেখানেই কাজ করছিলেন বহু শ্রমিক। তাতেই কার্যত চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক সেই সময় কাজ করছিলেন বলে খবর। তারপরেই শুরু হয় উদ্ধার কাজ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলে।

মালদা জেলা প্রশাসন সূত্রে খবর মিজোরামে সেই রেল ব্রিজ দুর্ঘটনায় মালদা জেলার ২৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে মালদার পুখুরিয়া থানার ১৬ জন,, কালিয়াচকের ১ জন, গাজলের ১ জন, ইংলিশবাজারের ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি শুধুমাত্র পুখুরিয়া থানার কোকলামারি এলাকার একই পরিবারের ৬ সদস্য শ্রমিকের মৃত্যু হয়েছে।

Related Articles

Back to top button
error: