দেশে চিহ্নিত ২৪টি ফেক বিশ্ববিদ্যালয়

টিডিএন বাংলা ডেস্ক : দেশের ২৪ টি ইউনিভার্সিটিকে ভুয়ো ঘোষণা করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC। যার আটটির হদিশ মিলেছে উত্তরপ্রদেশে। ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সোমবার লোকসভায় একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী কোন কোন ইউনিভার্সিটিকে ভুয়ো ঘোষণা করা হয়েছে –
উত্তরপ্রদেশে আটটি বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করা হয়েছে –
বারাণসীয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়, বারাণসী; গান্ধি হিন্দি বিদ্যাপীঠ, এলাহাবাদ; ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর; মহিলা গ্রাম বিদ্যাপীঠ, এলাহাবাদ; নেতাজী সুভাষচন্দ্র বসু ওপেন ইউনিভার্সিটি, আলিগড়; উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, মথুরা; মহারানা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয়, প্রতাপগড়; ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, নয়ডা।

ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছে দিল্লি। সেখানে সাতটি ভুয়ো বিশ্ববিদ্যালয় আছে
এগুলো হল, কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, এডিআর সেন্ট্রিক জুরিডিসিয়াল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়।

ওড়িশা এবং পশ্চিমবঙ্গে দুটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে। পশ্চিমবঙ্গের দুটি ইন্সটিটিউটই কলকাতায় অবস্থিত। এগুলো হলো – ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। ওড়িশার রৌরকেলায় নবভারত শিক্ষা পরিষদ এবং নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি।

কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরি এবং মহারাষ্ট্রের একটি করে বিশ্ববিদ্যালয়কে ভুয়ো ঘোষণা করা হয়েছে।