HighlightNewsদেশ

মুম্বইয়ে ধর্মীয় মিছিল চলাকালীন পাথর নিক্ষেপ, গ্রেফতার ২৫

টিডিএন বাংলা ডেস্ক: মুম্বইয়ের আরে কলোনিতে একটি কলস যাত্রা চলাকালীন দুটি দলের মধ্যে বাদানুবাদ এবং তারপর পাথর ছোঁড়াছুঁড়ি শুরু হয়। এই ঘটনায় ৪ জন আহত হয়েছেন। রবিবার মিছিল শেষ হওয়ার কিছুক্ষণ আগে এই ঘটনাটি ঘটে বলে সোমবার এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানান পুলিশের এক কর্মকর্তা।
এই ঘটনায় ইতিমধ্যেই তিনটি পৃথক মামলা নথিভুক্ত করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন,”দুটি দলের মধ্যে ভুল বোঝাবুঝি সংঘর্ষের কারণ ছিল। কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি। দু-চারজন সামান্য আহত হয়েছেন। আমরা দাঙ্গা এবং ৩০৭ধারায় মামলা রুজু করেছি।”
জানা গিয়েছে, এই ঘটনার পর মন্দিরটিকে একটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লাউডস্পিকারের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ওই এলাকায়।

Related Articles

Back to top button
error: