HighlightNewsরাজ্য

এবার অর্পিতার উত্তর কলকাতার বেলঘরিয়া-র ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ ২৮ কোটি টাকা সহ সোনার গহনা ও অসংখ্য বিদেশি মুদ্রা

টিডিএন বাংলা ডেস্ক: দক্ষিণ কলকাতার টালিগঞ্জের পরে এবার উত্তর কলকাতার বেলঘরিয়ার ফ্ল্যাট। এই ফ্ল্যাট থেকে বুধবার গভীর রাত পর্যন্ত গণনা শেষে উদ্ধার হয়েছে নগদ ২৮ কোটি টাকা। সাথে উদ্ধার হয়েছে ৩ কেজি সোনা, অসংখ্য জমির দলিল ও সম্পত্তির নথি। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় সন্দেহজনক বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিশেষ করে দুর্নীতির অভিযোগে গ্রেফতারকৃত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠদের বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে। এর আগে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার টালিগঞ্জের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ ২১ কোটি টাকা সহ সোনার গহনা ও অসংখ্য বিদেশি মুদ্রা উদ্ধার করেছিল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। পরবর্তীতে উত্তর কলকাতায় বেলঘরিয়াতে অর্পিতা চট্টোপাধ্যায়ের আরও একটি ফ্ল্যাটের সন্ধান পায় ইডি।বুধবার সেখানেও তল্লাশি অভিযান চালানোর জন্য পৌঁছায় ইডির একটি দল। বাড়ির তালা বন্ধ থাকায় ডেকে পাঠানো হয় একজন চাবিওয়ালাকে। কিন্তু তিনি প্রায় এক ঘন্টা চেষ্টাতেও সেই তালা খুলতে পারেননি। পরে ইডির অফিসাররা তালা ভেঙে বাড়িতে ঢোকে। ঘরে ঢুকে তল্লাশি চালানোর পর আবারও হদিস মেলে প্রছুর নগদ সহ অসংখ্য দেশি মুদ্রা ও সোনার গহনার। এই সময় ইডির আরও একটি বিশেষ দল এসে উপস্থিত হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বেশ কয়েকজন কর্মীও টাকা গোনার বিশেষ মেশিন নিয়ে অর্পিতা চট্টোপাধ্যায়ের বেলঘড়িয়া ফ্ল্যাটে এসে উপস্থিত হয়। তাঁরা সঙ্গে আনে টাকা গোনার আধুনিক ৪টি বিশেষ ধরনের বড় বড় মেশিন। বেশ কয়েক ঘন্টা ধরে চলে টাকা গোনার কাজ। এর আগে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২১ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছিল। আর এবার তাকে ছাপিয়ে বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হল ২৮ কোটি টাকা। আর এ নিয়ে রীতিমত তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। বিরোধীদের কড়া সমালোচনার মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখাপাত্র কুণাল ঘোষ, পার্থ চট্টোপাধ্যায়ের যদি কিছু না করে থাকেন তাহলে নিজেকে নির্দোষ বলার সুযোগ থাকলেও কেন তা বলছেন না সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি? পাশাপাশি এই ঘটনায় মাথা হেঁট হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ইতিমধ্যে কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব থেকে সরানোর পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার বিষয়ে রাজ্যপালকে অনুরোধ করতে বুধবার তাঁর সঙ্গে দেখা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

Related Articles

Back to top button
error: