HighlightNewsআন্তর্জাতিক

ইসরাইলের স্বাধীনতা দিবসে ফিলিস্তিনিদের অভিযান, নিহত ৩ আহত ৫

টিডিএন বাংলা ডেস্ক : ৫ই মে ইসরাইলের স্বাধীনতা দিবসে ইসরাইলের মধ্যাঞ্চলীয় এলাদ শহরে হামলা চালাল ফিলিস্তিনিরা। তেল আবিব শহরের কাছাকাছি এই ছুরি হামলায় তিন ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন। মনে করা হচ্ছে নাকবা দিবসের বার্ষিকী উপলক্ষেই ফিলিস্তিনিরা এই অভিযান চালিয়াছে। যদিও এখনও পর্যন্ত ফিলিস্তিনের কোন ব্যক্তি বা সংগঠন এই অভিযানের দায়িত্ব স্বীকার করেনি।

ইসরাইলের জরুরি বিভাগের কর্মকর্তা মাজেন ডেভিড আদমের বরাত দিয়ে একটি সংবাদ সংস্থা জানিয়েছে, আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। বাকি দুইজন সামান্য আহত হয়েছে। এক ইসরাইলি চিকিৎসকরা বলেছেন, বৃহস্পতিবার রাতে ইসরাইলের তেল আবিব শহরের কাছে সংঘটিত ওই ছুরি হামলায় কমপক্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন। জরুরি বিভাগের এক কর্মী জানিয়েছেন, যদিও অভিযান পরিচালনাকারীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়া হয় তবে পরিস্থিতি খুবই জটিল ছিল। এই ব্যক্তি জানান, নিহত তিনজনই পুরুষ এবং তাদের বয়স ৪০-এর মধ্যে। যারা আহত হয়েছে তারাও সবাই পুরুষ এবং তাদের বয়স ৩৫ থেকে ৬০ এর মধ্যে।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, যারা ছুরি হামলায় অংশ নিয়েছিল তারা গাড়িতে করে পালিয়ে গেছে। ইসরাইলের তেল আবিব শহরের কাছে ইলাদ অঞ্চলে ওই হামলার ঘটনা ঘটে। ইসরাইলি নিরাপত্তা বাহিনী ওই এলাকার রাস্তা বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনিদের এই অভিযানের পর ইসরাইলের পুলিশ বাহিনী সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরু করেছে। আটক অভিযানে হেলিকপ্টার ব্যবহার করছে। টেলিভিশনে ইলাদ শহরের মেয়র এই বলে আহ্বান জানিছেন যে, ওই অঞ্চলের সকল অধিবাসীদের ঘরে অবস্থান করতে হবে, কারণ এখনো এলাকাটিতে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।

উল্লেখ্য যে, ১৯৪৭ সালের ১৫মে ইহুদিবাদী ইসরাইল পশ্চিমা সমর্থন নিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ শুরু করে। ওই যুদ্ধে ফিলিস্তিনিদের জীবনে মারাত্মক বিপর্যয় নেমে আসে এবং সাত লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হন। এ দিবসকে ফিলিস্তিনিরা নাকবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে আসছেন। সূত্র : আল-জাজিরা, নয়া দিগন্ত, পার্স টুডে

Related Articles

Back to top button
error: