HighlightNewsদেশ

কেরালায় পিএফআই নেতা হত্যাকাণ্ডে ৩ আরএসএস কর্মীকে গ্রেফতার

টিডিএন বাংলা ডেস্ক: ১৫ এপ্রিল কেরালার পলক্কড জেলায় পিএফআই নেতা সুবায়ের(৪৩)কে হত্যা করার অভিযোগে তিন আরএসএস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন আরএসএস কর্মী গত বছর নভেম্বর মাসে পলক্কডে খুন হওয়া আরএসএস নেতার বন্ধু ছিলেন।
এডিজিপি বিজয় সাখারে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ধৃত ওই তিন আরএসএস কর্মী হলেন রমেশ, আরুমুগান এবং সরভানান। এই তিনজন সরাসরি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার নেতা সুবায়ের-এর খুনের সঙ্গে যুক্ত ছিল বলে মনে করছে পুলিশ। শুধু তাই নয়, প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান ২০২১ সালে আরএসএস নেতা সঞ্জিথের খুনের বদলা নিতেই পিএফআই নেতা সুবায়েরকে খুন করেছে ধৃত তিন আরএসএস কর্মী। পুলিশের ওই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ধৃতদের মধ্যে রমেশ সঞ্জিথের ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং অভিযুক্তের মতে তাকে বলা হয়েছিল সঞ্জিথের যদি কিছু হয় তাহলে তার জন্য সুবায়ের দায়ী থাকবে। বিজয় সাখারে আরো বলেন, তদন্তে যদিও এখনও পর্যন্ত সঞ্জিথের খুনের সঙ্গে সুবায়েরের কোন যোগাযোগ ছিল কিনা তা প্রমাণিত হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জিথের খুনের পর রমেশ পিএফআই নেতাকে খুন করার ছক কষতে থাকে এবং এরপর তিনজন মিলে সুবায়েরকে হত্যা করার বেশ কয়েকবার চেষ্টা করে কিন্তু ঘটনাস্থলে পুলিশ মজুদ থাকায় তারা সফল হয় না। ১৫ এপ্রিল তারা ফের চেষ্টা করে এবং খুন করে সুবায়েরকে।
বিজয় সাখারে ওই সর্বভারতীয় সংবাদ সংস্থাকে আরও জানিয়েছেন, এই ঘটনার পেছনে এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা বা কোন চক্রান্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। একইসঙ্গে আরএসএস নেতা এস কে শ্রীনিবাসন (৪৫) কে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করা প্রসঙ্গে বিজয় সাখারে বলেন, অভিযুক্তদের চিহ্নিতকরণ করা হয়ে গিয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি করছে পুলিশ। তিনি বলেন, অভিযুক্তরা পলাতক তাই তাদের গ্রেফতার করার জন্য খোঁজ চলছে।

Related Articles

Back to top button
error: