নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: কাক ভোরে মুর্শিদাবাদের ডোমকলে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন যুবক। আজ শনিবার কাক ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল জলঙ্গি টার্নিং পয়েন্ট মেহেদীপাড়া এলাকায়। সাত সকালে ৩ জন অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। এদিন কাক ভোরে মর্নিং ওয়াক করতে বেরিয়ে বাইকটিকে দুর্ঘটনার কবলে দেখার পাশাপাশি তিন যুবকের রক্তাক্ত ও দুর্ঘটনা গ্রস্থ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপরেই কার্যত হইচই সৃষ্টি হয়। তারা খবর দেন স্থানীয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সকাল সকাল ভয়াবহ দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকদের নাম সারিফুল মন্ডল(২১), মোস্তাহিদ মন্ডল(১৯) এবং সেন্টু মন্ডল(৩১)। তিন যুবকের বাড়ি জলঙগী থানা এলাকায়। যদিও কিভাবে দুর্ঘটনা ঘটলো তা এখনও স্পষ্ট নয়। কারণ দুর্ঘটনা ঘটার সময়ে সেখানে কেউ ছিলেন না বা থাকলেও জানা যায়নি। এখনও পর্যন্ত দুর্ঘটনা স্বচক্ষে দেখেছেন এমন কাউকে পাওয়া যায়নি। যার ফলে এটা কোনো দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড তা এখনই নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়। তবে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।