ওড়িশার নয়াগড়ে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৪,আহত ১

টিডিএন বাংলা ডেস্ক: শনিবার ভোররাতে ওড়িশার নয়াগড়ে একটি তেল ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু হয়েছে চারজনের। জানা গিয়েছে, ভয়াবহ ওই বিস্ফোরণে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই চার ব্যক্তির। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো এক ব্যাক্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোররাতে ওড়িশার নয়াগড়ে একটি ব্যারিকেডে আঘাত করার পর তেলের ট্যাঙ্কারটি পাশের একটি ছোট নদীতে পড়ে যায় এবং এরপরেই বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁরা হলেন, পঙ্কজ নায়ক, বিভু খাটুয়া, সমীর নায়ক ও চন্দন খাটুয়া।