করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত আরো ৪; এখনো পর্যন্ত পজিটিভ ২৯ জন

টিডিএন বাংলা ডেস্ক: করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হলেন আরো চারজন। এখনো পর্যন্ত গোটা দেশে করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন মোট ২৯ জন। প্রসঙ্গত, কেন্দ্র সরকার ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যরাত পর্যন্ত ভারতে আসা ৩৩ হাজার বিমানযাত্রী এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছিল। এর আগে, গত সপ্তাহে ওই সমস্ত ব্যক্তিদের আরটিপিসিআর পরীক্ষা করিয়ে নমুনা “জিনোম সিকোয়েন্সিং” করতে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছিল কেন্দ্র।