HighlightNewsরাজ্য

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই কলকাতায় আরও ৪ শিশুর মৃত্যু

টিডিএন বাংলা ডেস্ক: অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজ ও বিসি রায় হাসপাতালে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। রাজ্যজুড়ে ভয়াবহ আকার নিচ্ছে অ্যাডিনো ভাইরাস সংক্রমণ।
গতকালের পর ফের আজ মৃত্যুর মুখে ঢলে পড়ল ৪ শিশু। জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি ছিল দুই শিশু। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি দুই শিশুরই নিউমোনিয়া ছিল। এরই মধ্যে মধ্যমগ্রামের ৬ মাসের এক শিশু সংক্রমিত ছিল অ্যাডিনো ভাইরাসে। তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। মৃত অন্য শিশু হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। জ্বর-শ্বাসকষ্ট থাকায় তাকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে। অন্যদিকে, নিউমোনিয়ায় ভোগা দুই শিশুর মৃত্যু হয়েছে বিসি রায় হাসপাতালে।

Related Articles

Back to top button
error: