শীতলকুচিতে গুলিতে ৪ ভোটারের মৃত্যু, অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনী

প্রতীকী ছবি

টিডিএন বাংলা ডেস্ক: চতুর্থ দফার ভোটের শুরু থেকেই উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। উত্তেজনা শীতলকুচিতে, গুলিতে নিহত ৪। আগেই এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আরও ৩ জনের গুলি লেগে মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু বলে অভিযোগ। তাঁরা সকলেই তৃণমূল সমর্থক বলে জানা যায়। বিষয়টি নির্বাচন কমিশন খতিয়ে দেখছে। তাদের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে। পরিস্থিতি ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে।