দেশ

ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়া সত্ত্বেও আক্রান্ত ৪০ হাজার

টিডিএন বাংলা ডেস্ক : ভ্যাকসিনের ২টি ডোজ নেওয়ার পরও কেরলে করোনা আক্রান্ত ৪০ হাজার।যা উদ্বেগ বাড়িয়েছে বিশেষজ্ঞদের।

করোনাকালে উলোটপুরান। মহামারি আবহে সবথেকে সংক্রমণ বেশি চিন্তা কেরলে।তার ওপর আবার সামনে এলো শিউড়ে ওঠার মতো তথ্য। স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক সূত্রে খবর, কেরলে এমন ৪০ হাজার মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন, যাঁরা ভ্যাকসিনের ২টি ডোজই নিয়েছিলেন। যা নিয়ে চিন্তায় কেরল সরকার। পাশাপাশি উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও। কেন্দ্রীয় সরকার কেরল সরকারকে অবিলম্বের জিমোং সিকোয়েন্সিংএর জন্য সমস্ত তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে।

খবরে প্রকাশ, নতুন করে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁরা ডেল্টা রূপের মাধ্যমে সংক্রমিত হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। কেরলে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে পাঠানমথিত্তা জেলায়। এই জেলায় করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পরে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৯৭৪ জন। আর দ্বিতীয় ডোজ নেওয়ার পর আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪২ জন। এতোদিন বিশেষজ্ঞরা দাবি করছিলেন, করোনা টিকার প্রভাবে হাসপাতালে ভর্তি আর মৃত্যুর মত ঘটনা অনেকটাই এড়ানো গেছে। কিন্তু তারপরেও কেরলে আক্রান্তের সংখ্যা নিয়ে স্বাস্থ্য মন্ত্রককে ভাবাচ্ছে।

Related Articles

Back to top button
error: