টিডিএন বাংলা ডেস্ক: তৃণমূলের ৪১ জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। বৃহস্পতিবার তিনি বলেন, ‘তৃণমূলের ৪১ জন বিধায়ক আমাদের দলে যোগ দিতে প্রস্তুত। তাঁরা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কিন্তু আমরা দেখব, যাঁদের ভাবমূর্তি ভালো নয়, তাঁদের দলে নেব না। আর এত বিধায়ক দলবদল করলে সরকার পড়ে যাবে। এই মুহূর্তে তা আমরা চাই না।’