একা বাড়ির বাইরে এমনকি বাজারে যাওয়ারও অনুমতি নেই ৪৪ শতাংশ ভারতীয় মহিলার! রিপোর্টে প্রকাশ

টিডিএন বাংলা ডেস্ক: দেশের ৪৪ শতাংশ মহিলা এখনো পর্যন্ত একা বাড়ির বাইরে যাওয়া কিংবা শুধুমাত্র একা বাজারে যাওয়ার জন্যও অনুমতি পান না। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভিসের নয়া রিপোর্টে। এই রিপোর্ট প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডব্য। রিপোর্টে বলা হয়েছে, একদিকে যেখানে দেশের প্রতি তিনজনের মধ্যে একজন মহিলা অর্থাৎ ৩২ শতাংশ বিবাহিত মহিলা কর্মরতা, ঠিক সেখানেই ৪৪ শতাংশ মহিলা বাড়ির বাইরে একা যাওয়ার জন্য বা বাজারে যাওয়ার জন্য অনুমতি পান না। শুধু তাই নয়, পরিসংখ্যান অনুযায়ী, দেশের প্রতি পাঁচজন মহিলার চারজন অর্থাৎ ৮২ শতাংশ মহিলা সরাসরি স্বামীকে যৌনতায় ‘না’বলতে পারেন না। এই তালিকার শীর্ষে রয়েছে গোয়া। এখানে এই হার ৯২ শতাংশ। সবচেয়ে কম অরুণাচল প্রদেশে। সেখানে এই হার ৬৩ শতাংশ।


জানা গিয়েছে, ২০১৯ সালের ১৭ জুন থেকে ২০২০ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত ১৭ টি রাজ্য ও ৫ টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই সমীক্ষা করা হয়। অন্যদিকে, ২০২০ সালের দোসরা জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আর একটি সমীক্ষা করা হয় ১১টি রাজ্য ও ৩ টি কেন্দ্রশাসিত অঞ্চলে। এই দুই সমীক্ষাতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।