দেশ

১০ দিনে ৪৫ শিশুর মৃত্যু ফিরোজাবাদে! তদন্তের নির্দেশ

টিডিএন বাংলা ডেস্ক : বিগত কয়েক সপ্তাহ ধরেই অজানা জ্বরের দাপাদাপি যোগী রাজ্যে। ফিরোজাবাদে অজানা জ্বরে বিগত ১০ দিনেই ৪৫টি শিশু সহ মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে।ঘটনায় উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। বিশেষ তদন্তের নির্দেশ দিল উত্তর প্রদেশ সরকার।
কারও জ্বর।কারও আবার শরীরে জলের পরিমাণ কমে গেছে। প্লেটলেটের সংখ্যাও কম। এমনই দৃশ্য ধরা পড়ছে ফিরোজাবাদ, আগ্রা সহ উত্তর প্রদেশের পূর্বাংশের একাধিক জায়গায়। সব থেকে খারাপ অবস্থা ফিরোজাবাদের।সেখানে ১০ দিনে প্রাণ হারিয়েছেন মোট ৫৩জন। এদের মধ্যে ৪৫টি শিশু।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ফিরোজাবাদেই ১৮৬ জন হাসপাতালে ভর্তি। যাদের মধ্যে বেশিরভাগই শিশু। জ্বরের ঘনঘটা দেখে জেলাশাসক চন্দ্র বিজয় সিং ১ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর অবধি সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। মেডিক্যাল কলেজের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এলকে গুপ্ত জানিয়েছেন, অধিকাংশ শিশু ভাইরাল জ্বরে আক্রান্ত। তবে কয়েকজনের রক্তপরীক্ষায় ডেঙ্গু ধরা পড়েছে।
সোমবার ফিরোজাবাদের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রোগীদের চিকিৎসার জন্যও যথেষ্ট সংখ্যক চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি বিশেষ তদন্তকারী দল পাঠানোর কথাও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এত সংখ্যক রোগীদের মৃত্যুর কারণ তদন্ত করে দেখবে তারা।

Related Articles

Back to top button
error: