Highlightরাজ্য

টানা ৪৫ দিন গ্রীষ্মের ছুটি অবৈজ্ঞানিক, সকালে পঠন পাঠন চালু করার দাবি এসআইও’র

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: গ্রীষ্মের তীব্র দাবদাহ পড়তেই ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত টানা প্রায় দেড় মাস স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। গরমের ছুটিকে এগিয়ে নিয়ে আসায় শিক্ষা দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানালেও টানা ৪৫ দিনের স্কুল বন্ধের সমালোচনায় সরব হলো ছাত্র সংগঠন এসআইও। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআইও’র রাজ্য সভাপতি সাবির আহমেদ বলেন, “এই গ্রীষ্মের ছুটি এগিয়ে নিয়ে আসা সঠিক সিদ্ধান্ত, কিন্তু টানা ৪৫ দিন ছুটি ঘোষণা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

রাজ্যের সব জেলায় আবহাওয়া একরকম নয়। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা নেমে গেছে, তাই সবজায়গায় স্কুল-কলেজ বন্ধ রাখা অবৈজ্ঞানিক নির্দেশ।” এদিন তিনি তাপমাত্রা বৃদ্ধির জন্য এলাকাভিত্তিক ছুটি ঘোষণা করার দাবি জানান। যেখানে গরমের তীব্রতা বেশি সেখানে সকাল বেলায় পঠনপাঠন চালানোরও পরামর্শ দেন সাবির আহমেদ। রাজ্য সরকারকে টানা ৪৫ দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ও পড়ুয়াদের সিলেবাস শেষ করার বিষয়টাও বিবেচনা করার অনুরোধ জানান এসআইও’র রাজ্য সভাপতি।

Related Articles

Back to top button
error: