টিডিএন বাংলা ডেস্ক : ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন। সেই উপলক্ষে দেশজুড়ে ২০ দিনের মেগা ইভেন্টের আয়োজন করল বিজেপি। ‘সেবা ও সমর্পণ অভিযান’-এ প্রধানমন্ত্রীর ২০ বছরের সমাজসেবামূলক রাজনৈতিক জীবনকে শ্রদ্ধা জানাবেন বিজেপির কর্মীরা।
মেগা ইভেন্টের পরিকল্পনার কথা জানিয়ে প্রতিটি রাজ্যের বিজেপি শাখাকে চিঠি পাঠিয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। ২০ দিনে দেশজুড়ে স্বচ্ছতা ও রক্তদান শিবির আয়োজন এর পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোদিকে অভিনন্দন জানিয়ে বিজেপি কর্মীরা ৫ কোটি পোস্টকার্ড পাঠাবেন। গরিবের জন্য বিনামূল্যে খাদ্যশস্য ও ভ্যাকসিন এর ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঝোলানো হবে বড় বড় হোডিং। প্রধানমন্ত্রীর জীবনের বিভিন্ন ধাপকে তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজনের কথা বলা হয়েছে দলীয় সদস্যদের। নমো অ্যাপে হবে ভার্চুয়াল ইভেন্ট।
দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রত্যেক জনপ্রতিনিধিকে রেশন বিতরণ কেন্দ্রে যেতে হবে। সেখান থেকে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ভিডিও ক্লিপ তৈরি করবেন। সামনে বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। সেখানে বিজেপির যুব শাখার কর্মীরা ৭১টি জায়গায় গঙ্গা শোধন অনুষ্ঠান করবেন। দলীয় ওই অনুষ্ঠানে আহ্বান জানানো হয়েছে বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের। মোদির জীবন নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা প্রবন্ধ রচনা করবেন।
২০০১ এর ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মোদি। ওই দিনই শেষ হচ্ছে বিজেপির অনুষ্ঠান। কেন্দ্রীয় সরকারের কৃষি আইন, শিল্পনীতি, বেকারত্ব বৃদ্ধি নিয়ে যেভাবে অসন্তোষ দানা বাঁধছে তা দূর করতে মোদি সরকারের জনদরদি ছবি তুলে ধরাই এই ইভেন্টের উদ্দেশ্য বলে বিজেপি সূত্রে খবর।