HighlightNewsরাজ্য

ফি বৃদ্ধি বিতর্কে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় বন্ধ ৫ স্কুল, ক্ষুদ্ধ পড়ুয়া ও অভিভাবকরা

টিডিএন বাংলা ডেস্ক : করোনা মহামারীর অসন্তোষ কাটিয়ে স্কুলগুলি খুলেছে। কিন্তু ফি বৃদ্ধি সংক্রান্ত বিতর্কে জেরবার বহু স্কুল। ফি বৃদ্ধির বিরুদ্ধে পড়ুয়া ও অভিভাবকরা আন্দোলন শুরু করলে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় তৈরি হয়েছে এই অজুহাতে এবার খাস কোলকাতা শহরে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ জিডি বিড়লা-সহ ৫টি স্কুল। অভিভাবকদের অভিযোগ হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে কর্তৃপক্ষ আচমকাই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে স্কুল। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, অভিভাবকদের আন্দোলনের জেরে স্কুলের ভিতরে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সেই কারণে পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে আপাতত স্কুল বন্ধ করা হচ্ছে। স্কুল পড়ুয়াদের ফি থেকে শুরু করে পুল কারের টাকা এই নিয়ে অভিভাবকদের অভিযোগ বহুদিন থেকেই চলছে। গত বছর থেকেই স্কুলের বেতন নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধ ছিল শিক্ষা প্রাঙ্গণ, তারপরেও কেন এই বিরাট অঙ্কের টাকা দিতে হবে তাদের? সেই প্রশ্নও তুলেছেন তারা। ক্ষুব্ধ অভিভাবকরা কর্তৃপক্ষের বিরুদ্ধে ফালতু অজুহাত দেখিয়ে স্কুল বন্ধ করে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ এনেছেন।

ঘটনার সূত্রপাত গত সোমবার থেকে। স্কুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে অনেক ছাত্রীকেই স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। বকেয়া বেতন মেটানোর পরেও পড়ুয়াদের অনেককেই গেটে বাধা দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে কয়েকদিন ধরে স্কুলের গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকদের একাংশ। বৃহস্পতিবার নিয়ম মাফিকই দক্ষিণ কলকাতার ওই স্কুলে পৌঁছয় পড়ুয়ারা। স্কুলে পৌছে পড়ুয়া দেখেন মূল ফটক বন্ধ। সেখানে ঝোলানো রয়েছে নোটিশ। সেখানেই বলা হয়েছে, ‘আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে আপাতত স্কুল বন্ধ রাখা হচ্ছে।’ শুধু জিডি বিড়লাই নয়, শহরের আরও ৫ টি স্কুলেও একই কাণ্ড। জিডি বিড়লার এক ছাত্রীর অভিভাবক বলেছেন, ‘আদালতের নির্দেশ উপেক্ষা করছে স্কুল। কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত কখনই নিতে পারে না।’

Related Articles

Back to top button
error: