টিডিএন বাংলা ডেস্ক: জম্মু-কাশ্মীরের রামবন এলাকায় টানেলের একটি অংশ ভেঙে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের অন্তত ৫ জন শ্রমিকের। জানা গিয়েছে, এঁরা সকলেই জলপাইগুড়ির বাসিন্দা। এখনো পর্যন্ত নিখোঁজ ১০জন শ্রমিক। সাত থেকে আটজন এখনো পর্যন্ত ভেঙে পড়া অংশের নিচে চাপা পড়ে রয়েছেন বলে অনুমান উদ্ধারকারীদের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সোয়া দশটা নাগাদ রামবনের জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর খুনি নালার পাশে সুড়ঙ্গটি অডিটের কাজ শুরু হয়েছিল। সেই সুড়ঙ্গের সামনের দেওয়ালের খানিকটা অংশ ভেঙে পড়ে। আটকে পড়েন শ্রমিকরা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধার কাজের জন্য সাহায্য চাওয়া হয় সেনাবাহিনীর কাছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ওই দুর্ঘটনার কবলে পড়েছেন জম্মু-কাশ্মীরের একজন শ্রমিক সহ ভিন রাজ্যের একাধিক শ্রমিক। দ্রুত উদ্ধারকার্য শুরু হলেও প্রাণহানি এড়ানো যায়নি। মৃত্যু হয়েছে যাদব রায়, গৌতম রায়, সুবীর রায়, দীপক রায়, পরিমল রায় নামে বাংলার ৫ শ্রমিকের। ইতিমধ্যেই ওই পাঁচ শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, চলতি মাসের ৩ তারিখ এঁরা সকলেই বাড়ি থেকে কাশ্মীরের ওই কর্মস্থলে পৌঁছন।
মৃত শ্রমিকদের বাড়ির সদস্যদের এ বিষয়ে জানানো হয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃত ছেলেদের দেহ ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে পরিবার। এদিকে, সুড়ঙ্গে আটকে অসুস্থ হয়ে পড়া অন্যান্য শ্রমিকদের উদ্ধারের জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। পাশাপাশি এখনো পর্যন্ত আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে মিলিত ভাবে কাজ করছে এনডিআরএফ, এসডিআরএফের কুইক রেসপন্স টিম।