নিষেধাজ্ঞার ২০দিনের মধ্যে ব্যাঙ্কে ফিরে এল ২হাজার টাকার নোটের ৫০%

টিডিএন বাংলা ডেস্কঃ নিষেধাজ্ঞার ২০ দিনের মধ্যে, দু’হাজার টাকার নোটের প্রায় ৫০% ব্যাঙ্কগুলিতে জমা হয়েছে। আরবিআই জানিয়েছে, এই বছরের ৩১মার্চ পর্যন্ত ৩.৬২ লক্ষ কোটি টাকার ২হাজার টাকার নোট প্রচলিত ছিল। ১৯মে, দু’হাজার টাকার নোট প্রচলন থেকে বের করার ঘোষণা হওয়ার পর থেকে ১.৮ লক্ষ কোটি টাকার নোট ফেরত এসেছে।