দেশ
করোনা সংক্রমন রুখতে আহমেদাবাদে জারি ৫৭ ঘন্টার কারফিউ
টিডিএন বাংলা ডেস্ক: করোনা সংক্রমন রুখতে আহমেদাবাদে জারি হচ্ছে টানা ৫৭ ঘন্টার কারফিউ। শুক্রবার রাত ন’টা থেকে শুরু হয়ে সোমবার ভোর ছ’টা পর্যন্ত চলবে কারফিউ। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (বন ও পরিবেশ) রাজীবকুমার গুপ্তা জানান, ‘কেবল দুধ আর ওষুধের দোকান ছাড়া আর সব কিছু বন্ধ থাকবে ওই সময়কালে। সোমবার ভোরে কারফিউ উঠে গেলেও জারি থাকবে নাইট কারফিউ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাত ন’টা থেকে ভোর ছ’টা পর্যন্ত প্রতিদিন চলবে কারফিউ।’